স্বাধীন দেশের স্বাধীনতায়
আমি স্বাধীন নই,
বাংলা ভাষায় ইংরেজিতে
তবুও কথা কই।


হরেক রকম দেশের থেকে
ভাষা যুক্ত হয়,
মনের মত যে যা খুশি
মুখে কথা কয়।


ধনী গরীব ভেদা ভেদে
ভিন্ন দেশ কাশে,
ঠেলায় ভেলায় কটু কথায়
নিন্দা করে হাসে।


তবুও তথা ভালবাসা
বাংলা মায়ের মুখ,
একুশ তরে বীরের বেশে
কত্ত পাই সুখ।