স্মৃতির পাতা ফুটো ছাতা
একলা রৌদ্র তাপে,
হয় না যেন পবন বুঝি
জানালা মেলা ঝাঁপে।


বৃষ্টি যেন আসি আসি
থমকে থাকা গুমট,
আয়না পাতা ডায়েরী খাতায়
দেখি খরা প্রকট।


চাতক পাখি তোকে ডাকি
আমার কাছে আয়,
হারিয়ে যাবি জেনেও আবার
শুধুই মনে চায়।


যেথায় আমার ফেলে আশা
কতই খুঁজি সেই,
চির চেনা জায়গা গুলি আর
আজকে সেথায় নেই।


গেঞ্জি গায়ে ছিলাম ভালো
দেখতে অনেক বেশ,
স্যুট কোর্টের মাঝে এখন
স্মৃতির পাতা শেষ।


যাহার তরে ছিল আমার
মনের মাঝে মিল,
সেই এখন স্মৃতির পাতা
গতি পথের অমিল।