দীঘি তে আমার স্বচ্ছ জলের ধারায়,
ঘাটের কুলে উদাসী মন যে হারায়।
ভোরের বেলায় সাঁজে ধোঁয়া উড়া খেলা,
টুপ টাপুরের ফুট মাছ মল্লা মেলা।
শীত শীতলের ঠাণ্ডা পায়ে লাগে বেশ,
চিৎ পটাংয়ে পড়লে বড্ড হাসি রেশ।
কাঁপন ঝরার মাঝে রৌদ্র খেলা করে,
দীঘি পাড়ে বসা বসি সেই মনে পরে।


আজও এসেছি সেই শীতের সকাল,
পুরনো হয়েছে সব দেখা হাল চাল।
তবুও মনে পড়ছে হাতছানি সেই,
পাশে থাকা ভালোলাগা তুমি পাশে নেই।
নিরব নিঃশ্বাস ফেলা সকাল শীতের,
এভাবেই কেটে যাবে হয়ে অতীতের।