বয়ে চলে খল বল মোহনার দিক
মিলন প্রত্যাশী নদী বুকে বয়ে জল
হতাশার বর্ষা বহে প্লাবন অধিক
ভাঙ্গে কুল হয়ে ভুল তরঙ্গ প্রবল।
উজান হৃদয়ে টানে নিচু ভেসে চলা
গগন বর্ষণ ঝরে উতলা ঐ বুকে
ক্ষান্ত হয় পরিণয়ে কান্না কথা বলা
বসত ভিটায় নাই চলে ধুকে ধুকে।


ষড় ঋতু করে ভীতু নদী আমি আছি
কখনো কান্নার ঢল হৃদয় কি জানে?
কখনো হাসির বন্যা ঢেউ জারি গানে
হাওয়ায় উড়ে পাল দার টানা মাঝি।
এমনি চিরচেনার অপার বাংলায়
সহস্র অতীত বলে নদী মোহনায়।