চৈতালির খরস্রোতে জীবন আঁধার
সময় পড়ন্ত দেখা বহুকালে শেষ
শুরুর তরে চলছে নব পরিবেশ
ইচ্ছেরা আসে ও যায় বিদায় আবার,
ক্লান্ত হয়না হারিয়ে সময়ে যাবার
সব পাওয়ার মাঝে অতৃপ্ততা রেশ
ঘোর অন্ধকারে কাটে ঘটা অনিমেষ
দিশেহারা তবুও যে ফিরে বারবার।


জীবন পরিধি বুঝি এমনি চলবে
কখনো সুখ আবার বিষাদের ছায়া
চেয়ে দেখা পরিবেশে কেউ কি বলবে
সাময়িক বাঁধনের মিছে করে মায়া।
নিজের চলার গতি একা করে যাও
পরিধি তোমার তরে সীমা দিয়ে নাও।