আম জনতা করে ভনিতা
বাঁচার জন্য চুপ,
তবুও তারা নিচ্ছে ভাড়া
ভিন্ন রথের রূপ।


শোষণটাকে মেনে নেওয়াই
প্রতিদিনের চিত্র,
দানের বেলায় সেলফি শুধু
নেতার রূপে মিত্র।


আইনে ফাইন কাগজ ছাড়া
পকেট বেশি থাকে,
মৃত্যু বেলায় তারাই আবার
ভিন্ন কথাই রাখে।


চলছে চলুক বিরোধ কিসে
স্বপ্ন শুধুই দেখা,
সব গেলেও থাকবে অনেক
মিথ্যে আঁকা রেখা।


হালের গরু মাংসে খাবার
যন্ত্র যানের চাষ,
ঋণের তরে বন্দি ঘরের
রাত বিরাতে ফাঁস।


ধানেও এখন রকম আছে
ভিন্ন চালের নাম,
গ্যাস বিদ্যুৎ তেলের চমক
নিত্য পণ্যের দাম।


অভাবটা ঐ খেলার পুতুল
সবার হাত-ই শূন্য
নাই নাই তাই স্বভাবটা যে
মিথ্যে বলায় পুণ্য।