পিপীলিকার সারিব্ধতা আর
কুয়াশার ঝিমিয়ে পরা,
প্রভাতের সূর্যে সবুজ সমারোহ
দু একটা খয়েরি পাতা ঝরা।


ডাকে আমায় ঐ বাঁকে
উড়ে যাওয়া পাখির ঝাঁক,
পানকৌড়ে উড়া উড়ি খেলা
আর ঝিকি মিকি সাদা বক।


আমের মুকুলে ঘ্রাণ দিয়েছে
মৌমাছিরা করছে সংগ্রহ মধু,
পুকুর পাড়ে ঘোমটা ধরে
পানি তুলছে নতুন বধূ।


কোকিল ডাকছে বউ কথা কও
পায়রা মেলছে ডানা
শালিক পাখীরা জোট বেঁধেছে
ঘুঘু দিয়েছে ছানা।


বসন্ত এসেছে আমার তরে
ফুলেরা সব হাসছে
সোনালী ধানের শিষ গুল সব
চোখের সামনে ভাসছে।