চোখের পাপড়ি গুলো যখন ভিজে যাবে অশ্রুতে
বুকে যখন হাহাকার দিয়ে উঠবে চিৎকার ছাড়া,
তখন আমার আতরমাখা দেহখানি নিথর হয়ে পড়ে রইবে
ভালবাসার আতরে আর সুগন্ধি ছড়াবে না অলিতে গলিতে।
দুর্গন্ধের ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে নিয়ে যাবে সবে
এতোটাই দূরে যে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না
যেখানে কেউ আর ভালবাসার অভিনয় করে না।


আজ নীলের অন্তরায় আকাশের মাঝে আমি আমাকে খুঁজছি,
খুঁজে নিচ্ছি মিথ্যে ভালবাসার অনুভূতিগুলো কেমন কেমন আছে?
চাঁদের আলোতে খুঁজে নিচ্ছি আমার যত ক্ষত
পাহাড় পাদদেশে ছুড়ে ফেলে দিতে ঘৃণিত মনকে,
নীলের মাঝে খুঁজে ফিরছি আপন খেয়ালের স্বপ্নগুলো।


ভালবেসেছি ভেবেই আজ ক্লান্ত মনে শুয়ে আছি কাঠের খাটে
আর সাড়া দেবো না কারও ডাকে, চোখের জল আর মুছবো না,
ভালবাসার মিথ্যে অভিনয় করি পাগলের মতো শুনবো না আর!


তুমি কি করে থাকবে বলো?
এই প্রশ্ন কি প্রশ্নই হয়ে থাকবে চিরকাল!
নাকি আমায় ডাকবে, ফিরে আসতে একাকী ভালবাসতে,
নাকি হাসবে - অভিনয়ের সান্তনা ভুলে থাকার যন্ত্রণা তৃষ্ণাতে
চেহারা দেখার আতংকে মনকে সান্তনা দেবে বলে।


নিশ্চয়ই ভালো থাকবে মনের তৃপ্তিকে মাটিতে পুঁতে রেখে
সুখের পায়রাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়ে
নীরবে চোখের জল ফেলে মুখ ফিরিয়ে হাসবে,


পারবে কি প্রশ্ন হারিয়ে আমায় অন্ধকারকে ভালবাসতে?
লালসার অভিনয়ে আতরমাখা দেহখানি দেখে হাসতে?