উড়ন্ত মন আজ বিরহে কাতর
হঠাৎ থেমে গিয়ে মন হয়েছে পাথর
কেমন করিয়া বুলাই চোখের দু'পাতা
অন্তর পুড়ে হল ছাই পেয়ে এই ব্যথা।


তোমার স্পর্শে তরী চলছে নদী তটে
তুমি হীন খর স্রোতে থামবে না বটে
তবুও ভেলায় চরে খুঁজবো নিরবধি
আশায় বুক বাঁধিয়া রব ফিরে পাই যদি।


চাইনি যেমন করে হয়েছে তেমন
ফুল গুলো হারিয়ে পাতা হীন বাগান যেমন,
ক্লান্তির পরিশেষ এই রোগা-সোগা খুব
পাল্টেছে চিত্র আজি পাল্টাবে রূপ।


না বোঝার ভুলে খোঁজা অভিমানী তুমি
না বলায় শূন্যতায় মন ধুকে ধুকে আমি,
চিরতরে গেলে ছাড়ি আসবে না আর ফিরে
এখনো খুঁজি তোমায় আমি চেনা নদীর তীরে।