ঝর্না নেই তব দূরে স্রোতেবেয়ে চলা
অপলক চেয়ে! ছত্র হাতে নিয়ে এসে,
আঁকাবাঁকা দু'ধারের বেয়ে চলা ভেলা
ঢেউয়ের খেলা ঐ যে ছন্দ তালে ভেসে।
বৈকালের দিনমণি ব্যস্ত রৌদ্র খেলা
সাদামেঘে লুকোচুরি নীড় স্রোতধারা,
আলো-ছায়ার খেলায় থৈ থৈ বায়ু দোলা
দোলনে তরী চলছে নেই পারে ভেড়া।


এ আমার কৈশোরের গতিময় নদী
গতির প্রবাহ হানে বর্ষার প্রহারে
শীতের হিমেল তবু শুকনো এ তীরে
তবুও দেখিতে সেই ঝিকিমিকি প্রাদি
দেখিতে অদূর তীরে পানকৌড়ি খেলা
জীবন ত্বরায় ভেসে কৈশোরের মেলা।