নিত্য রসে চিত্ত কষে পেটুক অংক স্যার
নাদুস নুদুস গল্প রসে ছাত্র গোপাল ভার
ক্লাসে চলে চড়ুই-ভাতি ধোঁয়া ছাড়া রান্না
ঘণ্টা ছাড়া দপ্তরী তাই ছুটির সময় কান্না


তিনজনের ঐ স্কুলেতে পরীক্ষা মাসে তিন
মাঝে মধ্যে বন্ধ থাকে আসলে আজব জিন
বইয়ের পাতার সংখ্যা কত, এই প্রশ্ন মনে ?
লেখার খাতা ফাকাই থাকে বেঞ্চের এক কোনে


নীতির গতি চলছে দেখি আজব লেখাপড়া
কলমে লেখার শেষটা হলেই দেশটা হবে গড়া
গোপাল ভাঁড়ের বুদ্ধি বেজায় তবুও মারে ফেল
অলস জিনের সরস নীতি অটো পাশের খেল।