মুক্ত পাখি মুক্ত আকাশ মুক্ত খোলা মন,
বাংলা মায়ের বুকের মাঝে সুখ যে অনুরন।
স্বাধীন চেতা স্বাধীন মনা বাংলা ভাষায় বিশ্ব
মাতৃ ভাষা বাংলা মায়ের বাকীরা সব শিস্য
একাত্তরে নতুন নামে চিনলো জগত বাঁশি
লাল সবুজের ঐ পতাকায় মুখে বিজয় হাসি
দরিদ্রতা থাকলে থাকুক থেমে থাকবো না
একত্রিত সব কাজের মাঝে সাজবে নতুন গাঁ
ঝর্ণা নদী বন পাহাড়ে সবুজ শ্যামলের রূপ
চক্ষু মেলে দেখবে সবে সাগর জলও খুব
সোনালী ধান ফলায় কৃষক আরও হরেক পণ্য
সোনালী আঁশের পাটের কদর ভিন্ন দেশে গণ্য
হিসেব খানি থাকেনি আর লোভের পাল্লা ভারী
নিজের ভালো খুঁজতে গিয়ে করছে সখ্য বাড়ি
বাড়ির কদর বাড়তে থাকায় অর্থ নেশা বারে
অর্থ নেশায় ভিন্ন পেশায় জুলুম গরীবের ঘাড়ে
ভাগ হয়ে যায় স্বাধীন প্রেমী বাংলার গহীনে
নিঃস্বার্থ আর স্বার্থবাদের বিবেক দম্ভ বিনে
ক্ষমতার যার শোষণ তার শুরু হয় চুরিতে
মরতে থাকে রাস্তার পর বুকে আঘাত ছুরিতে
হবেনা হয়তো তেমন করে যেমন করে চায়,
তবুও কি ন্যায্য হিসেব সঠিক মাত্রায় পায়?
স্বাধীনতায় স্বাধীন আমি বৃত্ত গোলোক ধাঁধার
নিত্য যেথায় বিলীন হচ্ছে রাত্রি নামক আঁধার
একক নীতি ভ্রষ্টাচারের মূল্য শুধুই তেলবাজি
ভ্রমণ বিলাস সেলফি তুলে নামের পীঠে হাজী
স্বাধীন আছি থাকবো আরও স্বাধীনতায় প্রাণ
গাইবো আরও বাংলা মায়ের বিজয়ের-ই গান
মরবো ধুঁকে সুখ দেখিয়ে অভাব স্বভাব দুই
খানা পিনায় রেখে সবই ইলিশ বাদে রুই
ভয় দেখানো আপন নেতা ভাইয়ের আদরে
স্বাধীনতার চোরের চিহ্ন স্মারক হাতে সাদরে
স্বাধীন থেকেও পরাধীন থাকি এই কষ্ট খুব
বাঙালী নামেই গর্ব করি ভিতরে ভিন্ন রূপ।
তবুও বলবো স্বাধীন মোরা বিশ্বে বাংলা নাম
নাইবা পেলাম নিজের দেশে স্বাধীনতার দাম।