শীত নিয়ে তো সবাই লিখে
কবিতার কিছু লাইন,
আমি আবার লিখতে গেলে
লাগবে নাকি ফাইন।


পৌষের শীত মাঘের শীত
গাঁয়ে লাগে খুব,
ঘন কুয়াশায় সূর্য হাসায়
শিশির ভেজা রূপ।


পিঠা পুলির মেলা বসার
সময় বুঝি এই,
তবুও নাকি আমার লেখার
কোন দরকার নেই!


শীত এসেছে শীত এসেছে
এমন কথা শুনে,
ফুলগুল সব খুসিতে নাচে
বসন্তের ফাল্গুনে।


ঋতুরা নাকি পণ করেছে
চিত্র পাল্টে দেবে,
আগাম বার্তা থাকবে না ঐ
উষ্ণতা কেড়ে নেবে।


বিরুপ ধারার বৈরি শীতেই
শুষ্কতায় টান বেশি
লিখবো আমি তাইতো খুব
মনে বাংলাদেশী।