এখানেই আমি চুপ করে থাকবো?
সমাজ নিয়মের বাইরে কিছু হলে আমি চুপ করে থাকবো
আইনের আওতায় তা হয়ে যাবে এলিয়েনের মতো
ধরতে গেলে যদি নিজের কিছু হয়ে যায়
হোকনা সেটা অমানুষের মতো ভয়ংকর কিছু
আমার নীরবতায় হয়তো কিছু সময় পার পেয়ে যাবো
আবার ঝড় আসবে ভেবে চুপটি করে পালিয়ে বেড়াবো
জাতি ভেদে আমি যে বাঙ্গালী, ধর্ম যে ইসলাম
এই নামের মাঝেও এখন ভীরুতা কাজ করে
মায়া কান্না অন্ধকার ঘরে আঁকড়ে ধরেছে


এখানেই আমি চুপ করে থাকবো?
সত্য বলার সাহস যে হারিয়ে ফেলেছি সেই জন্মের পর থেকেই
চোরেরা মুখে লাগাম দিয়ে রেখেছে শুধু শোনাতে
সাজিয়ে দিচ্ছে সমস্ত সরকার প্রধানের ঐকিক নিয়ম
এবার পাল্টে যাবে ইসলাম নাম, হবে ইতিহাস বিশ্বে
কল কাঠি নাড়তে কিছু প্রচার মাধ্যমের কর্মীরা উঠে পড়ে লেগেছে
যুক্তির শেষ নেই কেন থাকবে ইসলাম বাংলার জাতীয় ধর্ম!
কেন হবে না সার্বজনীন ধর্মের এই বাংলাদেশ ?
প্রশ্ন প্রশ্ন প্রশ্ন ? উত্তর আমার জানা নেই এখন
ইসলাম ঘরে জন্মটা যার ছিল সে কি মুসলমান ?
বেপর্দায় থাকতে নিষেধ করাটা কি খুব বেশি অপরাধ ?
প্রতিবাদ করলে যে হয়ে যাবে রাতের আঁধারে দাফন
মিলবে না কবর, কাঁদবে না কেউ ভয়ে, পাবো না যে কাফন
বেওয়ারিশ হওয়ার ভয়ে আমি চুপ থাকবো?


খুন, ধর্ষণ, গুম নিত্য দিনের খেলা আইনের ফাঁকে
প্রতিদিন আমায় ডাকে! পালিয়ে বেড়াই মিথ্যের মাঝে
আর্তনাদ এখন আর করি না, বুকের যন্ত্রণা খুব
ঈমান হারিয়ে হতাশায় ডুবে থাকা ক্লান্ত আমি দেখি
শালীনতার নামে চলছে শরীর প্রদর্শন খেলা


এখানেই আমি চুপ করে থাকবো?
নারী নির্যাতনের মামলায় ঢুকে যাবো বছর বছরের জেলে
যাত্রা নাচের নগ্নতা এখন আর রাতের অনুষ্ঠানে নয়
প্রতিদিনের চিত্রই বলে দেয় ইসলাম ধ্বংসের লীলা
চলছে ওয়াজ বন্ধ করার পায়তারা
কওমি মাদ্রাসাকে করছে অন্ধকার যুগের ন্যায় অবরুদ্ধ
সেখানে নাকি জঙ্গি তৈরি করা হয়!
আমি মুসলমান কথাটি বলতে বুক আঁতকে উঠে
কেউ আবার বলবে আমি ইসলাম বুঝি না! বুঝি না ধর্ম
ওদের কথায় মনে হবে আমি ভিন্ন গ্রহের এলিয়েন
আমাদের সমষ্টি কোথায় ? প্রশ্ন মনে কাঁদি নীরবে একা তাই
এখানেই আমি চুপ করে থাকবো?