আজ আমার বেহাল দশা
দিনের আলোক স্পর্শ করতে পারেনি
হয়নি সান্ধ-ক্ষণে সূর্যাস্ত দেখা
এই রাতের শুরুতেই গভীর রজনী


আজ বুঝি মনের বৃষ্টি ঐ বাইরের মতো
অবিরত ঝরছে ঝড়ো ঝড়ো
কখনো'বা গভীর আঁধার নামে বুকে
কেউ নেই কাকে বলবো একটু ধরো


আজ আমার বেহাল দশা
কালো মেঘে ছেয়ে আছে এই রাত
আমাবস্যার ঘোর অন্ধকার চোখের কোনে
এক ফোটা আলো দিতে পারেনি ঐ চাঁদ


আজ বুঝি শূন্যতা বার বার উঁকি দেয়
পাবো না জেনেও যে ভুল করেছি সেই
আজও ভুল করতে ইচ্ছে হয় অনেক
ফিরে তাকাই অতীতে! ভুলে গেছি সে আর নেই


আজ আমার বেহাল দশা
শূন্যতার মাঝে আজ মনের রাজ্য খুঁজি
ভালবাসা হারায়নি বলেই ব্যথা বুকে
অজানায় থেকেও এ হৃদয়কে কষ্ট দেবে বুঝি