গোধূলির অবসরে
কোলাহল আর ধুলময় তোমার সাথে আছি,
শূন্য ছোঁয়ার অনুভবে নিজেকে সমর্পণ করে
শিহরণ এনেছি সদ্য জন্ম নেওয়া সন্ধ্যায়
নিঃশ্বাসে নিচ্ছি সমুদ্র জলের অক্সিজেন।


মহাকালের চাওয়া
হয়তো ফিকে হয়ে যাওয়া নতুন কিছু নয়,
সুপ্ত ভাবনার চাদরে ঘুমিয়ে যাওয়া অবসর
দু'পলক দেখার অবসর ঘটে গেলো গোধূলি লগ্নে।
চোখের কোণে কোন অভিমান নেই
তাইতো গড়িয়ে পড়ে না অশ্রুজল
বুকের ভেতর মলিনতা মুছে গেছে আপন খেয়ালে
কংক্রিটের বিছানো দেয়ালে রক্তের ছাপ।


স্মৃতি
ভালোবাসা
আর আমার সত্তা


গোধূলির অবসর
শুধু প্রশ্নের উত্তর খোঁজা বাকী!
ফিরতে হবে একা নয়?
হাতটা মুষ্টিবদ্ধ করেই রাখা, না ছেড়ে দিতে
নিয়তির তরে মৃত্যুকে গাড়ী চাপার অপবাদ
আর বেঁচে থাকার ধোঁয়াশা!