কাব্য ভাষায় নতুন আশায়
চলছে জীবন যুদ্ধ,
হিংসে কবির ধ্বংসের কারন
থমকে'যে বাকরুদ্ধ।


উদারতা আজ বিলীন পথে
বড় হবার নেশা,
সাহিত্য পাতা বাণিজ্য খাতা
শুধুই অর্থ পেশা।


আমিতো হায় কবি হইনি
লিখি শখের ছলে,
হিংসের বান দৃষ্টি চাহুক
লোকে তাই বলে।


গভীরতায় গেলেই দেখি
ব্যাঙ্গ গদ্য ধারা,
ভাষার ভাবে কাব্য পাবে
দক্ষ কলম দ্বারা।


দৃষ্টি কটু যায় আসে না
ইচ্ছে মনের সব,
কলম হাতের কষে হবে
গ্রন্থের সয়লব।


বছর বছর পেরিয়ে যাবে
দীর্ঘ জীবন খাতা
নতুন তরে নতুন চিনতে
ভাঙ্গবে নিজের মাথা।


বুঝের কথা খুঁজে নিলে
হিংসে কোথা রবে?
কবিতা লিখে কবি হলেই
সাহিত্য হবে কবে?