সবুজ ছায়া নীড় গাছের আড়ালে
অপেক্ষায় ঘড়ির কাটা শব্দ করে,
কয়েক জনা সাথী বুঝি আসিবে ঐ
তবুও পথ-চাওয়া দেখিব মেঠো পথের তরে।


নিরালায় কাটে সময় ব্যস্ততা নাই
বইয়ের পোটলাটা লুকিয়ে ঐ ধারে,
যদির অপেক্ষায় চেয়ে থাকা ভিন্ন মনে
আসলো কখন বুঝি দেখিবার তরে।


এমন ভালবাসায় ভেসেছিগো ভবে
কাটবে কতকাল আশায় বাঁধি বুক,
প্রতিদিন দেখা-দেখি লুকোচুরির তরে
না বলায় আবেগী মন বিষণ্ণ ভাবুক।


সহসা হয়না দেখা যদি---! যদি---? হয়ে যায়
কথার কাকলি নেই কভু! মনে কত ভয়,
না-জানি কি হবে ভেবে করি দিন পার
ভালবাসায় কি করিব নেই পরিচয়।


চোখের দেখাই ভাললাগা সব
মুখের হাসিতে হৃদয়ে উঠে ঝড়,
কি বলিব ভেবে ভাবি হইনা সামনা সামনি
ভিতু মনে ভয়ে থাকি যদি করে পর।


বলার অপেক্ষায় থাকিব আর কতো কাল
ভালবাসি কি করে বলবো ? তা অজানা !
হয়তো এভাবেই দিন কেটে যাবে অনন্ত
স্মৃতির পাতায় হয়তো হবো চিরচেনা।