রিভিউ কি ?


# এই আসরে যত কবিতা প্রকাশিত হয় তার সুনির্দিষ্ট কোন বিশ্লেষণ মাপকাঠি নেই বা সমালোচক বোদ্ধা অতি সামান্য। যার দরুন একটা কবিতার কাব্যিকতা কতটুকু আছে এই বিচার করতে যে পদ্ধতিতে নির্দিষ্ট কিছু কবিকে মান যাচাইয়ের অগ্রাধিকার দেওয়া হয়েছে তা রিভিউ ধরে নেওয়া হয়। রিভিউ মুলতো ইংরেজি শব্দ, যার আভিধানিক অর্থ পুনঃমূল্যায়ন। কবিতার মূল্যায়ন হোক সকলেই চায়।


রিভিউ কেন?


এই বিষয়ে অনেকের অনেক মত, প্রায় তিন শতাধিক রিভিউয়ার আছেন এই আসরে। কবিতার পুনঃমূল্যায়ন করা আসলে কঠিন কাজ আমি মনে করি কিন্তু করতে হবে কারণ অনেক। প্রথমেই আমি বলবো কবিকে উৎসাহী করা এবং ভুল শুধরে নিতে উপলব্ধি করা, এই ক্ষেত্রে রিভিউ দেখা উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত সাপ্তাহিক কিছু কবিতা সাজাতে সহায়তা করবে। তিনে আমার মত বিশেষ আয়োজনে সহজে খুঁজে পাওয়া। এর বাইরে আরও অনেক বিষয় আছে।


রিভিউ নিয়ে রিভিউয়ারদের নানান অভিমত থাকলেও কেউ কখনো এর সুফল নিয়ে আলোচনা করেননি, আমি মনে করছি আলোচনা করা উচিৎ এবং রিভিউ কেন দিবো এর উত্তর খোঁজা উচিৎ।


সকল রিভিউয়ারদের অনুরোধ থাকবে দিনে অন্তত পাঁচটি রিভিউ দিবেন।


এডমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে রিভিউয়ার বৃদ্ধি করা, সকলকে রিভিউ দেখার সুযোগ করে দেওয়া ও রিভিউ দায়িত্ব পালন করার কৌশল সম্পর্কে অবগত করতে করে উৎসাহী করার জন্য।