এসেছিলে কেন ভাই
বৃথা দিন গেলো তাই
ভবের মায়ায় তুমি কেন জড়ালে ?
কান্দিয়া করিলে শুরু
মা হোল তোমার গুরু
ফিরে যাবার জন্য কি কিছু করিলে?


যাহার জন্য এ ভবে তুমি
দাঁড়াবার জন্য পেলে যে ভূমি
কি করিবে তুমি! কি হবে তোমার গতিপথ
তাহার জন্য একটুখানি ভাবো
কিভাবে তাহার সান্নিধ্য পাবো
কিছুই খুঁজে না পেলে আসবে ভীষণ বিপদ


কর্ম তোমায় দেবে আহার
শুকরিয়া আদায় করিবে তাহার
যে জনে বানালো এই ধরণীতলের পরিসর
নামাজে খুঁজে নাও সুখ
কোরআনকে করিওনা বিমুখ
তবে পেতে পারো তুমি আল্লাহ্‌ প্রভুর।