পারবো'না তাই হাল ধরেছি
চাষার ছেলে নই,
চাষা নামটা এমনি করেই
পীঠ চাপড়ে রই।


সঠিক দামের হিসেব বেশি
অংকে থাকে ভুল,
বিবাদ করলে ভিটেমাটি ফু
দশ দিগন্তের কূল।


লাঠিয়ালের কাজ লাগে না
মুল্লুক করতে ঘর,
ইচ্ছে খুশি দাপট দেখাতেই
বন্ধুও হয়'যে পর।


আপন খেয়াল অন্ধ দেয়াল
জোরের উপর চলে,
দুর্বলতায় সুযোগ খুঁজে ঐ
ফেলায় চাপা কলে।


দ্রোহের আগুন বুকের মাঝে
শুধু পোড়ায় মন,
উল্টো রথে চলছে যারাই
গড়ছে অঢেল ধন।


সত্য এখন চশমা চোখের
পাওয়ার বেশি কম,
ভুল নীতির ঐ রীতির তরে
হাতের মুঠোয় দম।