বৈচিত্রময় জীবনের নানা রঙ
দক্ষিণা বাতাসে যখন বসন্ত এসে উঁকি দেয়
শিমূলের তুলো যখন ঘুড়ি হয়ে উড়ে বেড়ায়
কৃষ্ণচূড়ার লাল রং যখন আগুন ধরিয়ে মনকে জুড়ায়
নীল আকাশ যখন সাদা মেঘকে ভালবেসে ডাকে
নকশী কাঁথার পাড়গুলো বধূর হাতে থাকে
সূর্যাস্তের দিগন্ত রেখায় যখন পাখিগুলো নীড়ে ফিরে
ঝরাগাছে যখন নতুন পাতা গজায়
জীবনের সমস্ত কষ্টগুলো যখন অতীত হয়ে যায়
তখনই মনে হয় বসন্ত এসেছে
জীবন হেসেছে, বৈচিত্রময় নানা রঙে


এই বসন্তই রং বদলায় তোমার আমার সবার
প্রকৃতির এই পালাবদল ঠিক তোমার মতো
কুড়িটি বছর যাদের ভালবাসায় লালিত ছিলে
দু'বছরের ভালবাসায় যেভাবে আমাকে আপন করে নিলে
সারাটা জীবন দুঃখ ভাগাভাগি করতে শিখলে
তবে কেন বসন্ত বলতে পারবো না তোমায়!
কেন এই মায়াময় অভিনয় শুধু নারীতেই বিশ্বময়?
সুরভিত ভালবাসা হোক'না তোমাতেই মধুময়।
তুমি ওদের দলের হইয়ো না, তুমি যে আমার বসন্ত।