বিধাতার ইশারায় আমি তুমি সব
তরু লতা বৃক্ষ রাজি অনন্য সুন্দর
ঝর্না নদী বেয়ে চলা পাহাড় প্রান্তর
ধরণীর প্রানিকুল করে কলরব,
সম্পদের মহিমায় এদিক সেদিক
হরণে দ্বিধা কিসের ভুলের ত্বরায়
চোখের জলে ভিজে না চৈত্রের খরায়
অবিচার অনাচার কোনটা সঠিক?


লাটাই সুতোর টান যেদিন টানবে
বিষণ্ণতা একাকীত্ব কি করবে তুমি
রাখবে না কেউ আর ডাকবে যে ভূমি
সেদিন তোমাকে তুমি একাকী জানবে
সময় এখনো আছে ভালো হয়ে যাও
রবের নিয়ম সব আজ মেনে নাও।