কান্না শুনে খুশি সবাই
মুখে হাসি যখন
জীবন শুরু ভবের মায়ায়
জন্ম নিলি তখন


শিশু কালের সবই ভালো
মিষ্ট হাসি ঠোঁটে
আদর সোহাগ কোলে কোলে
ভালবাসা ই জোটে


ধীরে ধীরে বড় হবি
মিষ্টি মিষ্টি কথা কবি
দুষ্টুমি তোর আদর মাখা
খেলনা গুল সাজিয়ে রাখা
খাওয়ায় নাই কমতি আর
বড় হবার কি দরকার


একটা সময় লেখা পড়া
ছাত্র বেজায় ভালো
বড় হয়ে বাজান সোনা
জ্বালবি প্রদীপ আলো


এমন সময় আসবে ক্ষণ
রাস্তা তোমার দুই
হিসাব নিকাশ এ সময় কোথায়
বোঝার সুযোগ কই !


ভালো থাকার মানে টা কি
সাহস মনে ভয়
প্রথম পথে ভালো কিছু
অন্য পথে নয়


জীবন তোমার শেষের বেলা
হিসাব নিয়ে করবে খেলা
হারিয়ে ফেলে সময়ের মেলা
পড়ে রবে শুধু একেলা
ভাগ্য পাতা খুঁজবে তখন
ভাল-মন্দ এটাই জীবন


আপন ভবে আর কতকাল
পরের আশায় থাকবে
মনের মাঝে ভয়ে ব্যাকুল
খোদা তোমায় ডাকবে
নেবার জন্য কি করিলে
জীবন পার শুধুই ভুলে


ভালো থেকে ভয়ে ছিলে
খারাপ থেকে ভয়ংকর
দুনিয়া থেকে কি এনেছ
প্রশ্ন করবে কবর