আজ "আমার" বলতে কেউ নেই
নেই সহানুভূতি দেবার মত মানুষ
               আছে এক বুক কষ্ট!
               নাহ! তাও নেই ?
বুক ভরা কষ্ট নেই আজ আমার
তবে কই বলতে পারো ? কি আমার?
                    কি প্রশ্নের উত্তর?


আমি একা বলে কি এমন হয়
ব্যথিত হৃদয়ে মৃদু ঝড় বয়
যা কিছু হারিয়েছে তা আমার নয়
চিন্তিত মনে স্বপ্নের উঁকি, শুধু ভয়


আমি কেমন তোমাকে প্রশ্ন?
তোমাকে প্রশ্ন করি আমি-----!


ভাবুক হৃদয় এলোমেলো ভাবনা
হারানোর ক্ষত, দহনের যন্ত্রনা
ফিরে পাবার আশা সেও অজানা
ইচ্ছে ঘুরিতে আমার নেই ডানা


তুমি কি সুন্দর? তুমি কি ভালো?
আমি কেন তোমায় বলি না?
বোকা মন, মিছে স্বপ্ন অকারণ
ধোঁয়ার পিছনে ছুটে চলছি আমরণ


অবাক হলে আমার কথায়?
তুমি তো তোমার মাঝে নেই
লুকিয়ে আছো এই ধরণীর মাঝে
খুঁজে ফিরি সন্ধ্যা সাজে


তুমি আকাশ দেখো কতো
ভেসে চলো সাদা মেঘ হয়ে
ডানা মেলে উড়ে যাও পাখি হয়ে
হঠাৎ থমকে দাঁড়াই কই ভেবে
তোমাকে আর দেখব কতো


তোমার আদর -----!
আর পারিনা লুকাইতে মনের ব্যথা
হয়না মাধুরে মিশে ভাল লাগার কথা
পাব কি তোমায়?
পাব কি তোমার আদর?
শেষ হবে কি আমার প্রশ্নের উত্তর?
শেষ হবে কি তোমার ফেরার প্রহর?