দৃষ্টি যেমন সৃষ্টি তেমন
মনের ত্বরায় আয়না,
তবুও তুমি দিচ্ছ চুমি
তুষ্টি পাওয়ার বায়না।


স্বপ্ন অসুখ বেশিতে ভূখ
পাপের বোঝা ভারি,
একটা দুটো তবুও ছুটো
কিনতে বিলাস বাড়ি।


হয়না হুশ পকেটে ঘুষ
ঘরে বাইরেতে ঢের,
মৃত্যু এসে ডাকবে শেষে
পাইবে তখন টের।