প্রেমে না থাকো; বিরহে তো থাকো
সুতো কাটা ঘুড়ি যেমন থাকে!
যেমন থাকে ডানা ভাঙা পাখি
নদীতে বিলীন ধ্বসে পড়া ঘর
রুক্ষ শীতে ঝরে পড়া পতা।


সুখে না রাখো; দুঃখেতেই বাঁচো
লাইনচ্যুত রেল যেমন বাঁচে!
যেমন বাঁচে বিষে নীল কবুতর
বুলেট বিদ্ধ আহত হরিণ
মেঘে ডুব দেওয়া পূর্ণিমা চাঁদ।