প্রিয় হাফিজ তো জ্বেলেছে জলেতে আগুন
প্রেম থেকে বিদ্রোহ; বিরহী ফাগুন।
ইচ্ছার মৃত্যুতে ফরিঅলা হয়ে
সব কালিমা; ব্যাথা ক্ষত করেছে আপন।
আজম্ন অনটন ভেতরে তাহার
তৃষ্ণায় সেথা শুধু নিমীলিত নীলা।
ভূমিহীন কৃষকের মতো তাই দ্রোহ
বারুদে আগুন তার নিষিদ্ধ সম্পাদকীয়।