দেশে যেন দুর্ভিক্ষ চলছে। এখানে আমিই একমাত্র জীবন্ত খাবার!
যে যেভাবে পারছে তৃপ্তি মেটাচ্ছে; পদে-পদে গঞ্জনা।
পরিবার চেয়ে আছে নিয়ে সীমাহীন প্রত্যাশা
সমাজের তির্যক প্রশ্ন; প্রেয়সীর অবহেলা!
অথচ দুর্বৃত্তায়নে রাষ্ট্রযন্ত্র ভঙ্গুর; চলে প্রশ্ন ফাঁসের মহড়া।
পরীক্ষা! ইন্টারভিউ! নব্য ডাকাতির উৎসব; অযাচিত তামশা!
প্রার্থী পূর্ব নির্ধারিত। অথচ আমার শশুর তো বসে নেই নিয়োগ বোর্ডে!
সদ্য গ্রাজুয়েশন শেষ করা একটি তরুণের সেখানে কি বা করার?
কতটা বইতে পারে নিত্যা অপমান, অবহেলা, প্রত্যাখান আর হতাশার গ্লানি?

এদেশ যেন ভুলে গেছে, আমিও তাঁর গর্ভের সন্তান!