মাননীয় আদালত, আমি পুরুষ; আমি অপরাধী।
আমার ফাঁসির দণ্ড ঘোষনার পর একটু কাঁদবেন প্লিজ?
না না, প্রকাশ্য এজলাসে নয়। জনতার অগোচরে?
এ সমাজে নারীর অশ্রু সুনামি ঢেউয়ের মতো
আছড়ে পড়ে জনপদ থেকে জনপদ;
অথচ পুরুষের কষ্ট ক্ষত
রক্তবিন্দুগুলোও যেন আমুদে শরাব!


মাননীয় আদালত, আমি পুরুষ; আমি অপরাধী।
আমি প্রতারিত; কষ্টের ভারে ক্লান্ত
নীরবে, প্রকাশ্য দিবালোকে আমি খুন হই নিত্য!
তবু কেউ নেই সমব্যাথী
আইন করেনা ময়নাতদন্ত!


মাননীয় আদালত, নারী কি দেবী; অলৌকিক?
প্রকাশ্য করা যতো শতো অনাচার
নারীর করাটা নাকি আজ অধিকার;
পুরুষের প্রতিবাদ মহা অপরাধ
প্রকাশ্যে খুন শেষে নারী সাহসী!


মাননীয় আদালত, আমি পুরুষ; আমি অপরাধী
আমি প্রতিবাদ করলে অমানুষ, বাঁচতে চইলে কাপুরুষ
আমাকে ফাঁসির দণ্ড দেবেন প্লিজ।
এ সমাজ এ সময় নারীদের
এখানে তারাই বাঁচুক, তারাই থাকুক।