এই যে দু'জন মানুষের ভালোবাসা
ঘর বাধার অজস্র স্বপ্ন;
এক দিন সব মিথ্যা হয়ে যায়!
ইগোর দেয়াল, অহংকার, অর্থ-সৌন্দর্য, অবহেলা
দু'জনের মাঝে গড়ে তোলে এক বিরাট প্রাচীর!
যা ভেঙ্গে ফেলতে পারে হাতে গোনা সামান্য কিছু মানুষ;
নিজেকে জেতাতে বিচ্ছেদ হয়ে উঠে অবশ্যম্ভবী!
সবাই কৌতুহলী হয়- "কে কাকে ছেড়ে গেলো?"
আসলে কেউ কাউকে ছাড়ে না;
ভালোবাসার ট্রেন ছেড়ে যায় আমাদের
ভবিষ্যৎ স্টেশনের পথে।