হে পরম শত্রু, তুমি যুদ্ধ চাও?
তবে নিয়ে আসো তোমার সামন্ত, ভারি অস্ত্র বাহি জাহাজ অদম্য সাহসী বীরের মহরা।
আমি দাঁড়িয়ে ভায়লিন এর বহর দামামার সাবস্টিটিউশান
নিয়ে তোমার সৈন্য সংখ্যার তুলনায় অল্প গোলাপ কাঁটাবিহীন, তোমরা ভাগ করে নিও।


আমি যুদ্ধ চাই যুদ্ধের বিপরীতে,
তোমার মৃত্যুর মিছিলের বিরুদ্ধে, তোমার ক্ষেপনাস্ত্র, মানুষ মারার কল বিকল করে দিতে চাই।
আমি যুদ্ধ চাই, মনে করিয়ে দিতে তুমি মানুষ।
রক্ত কখনো পিপাসার পরিপূরক নয় তাই,
কাটা বিহীন গোলাপ তোমাদের জন্য।
তোমাদের মনের শুভ্রতা সজীবতায় পূর্ণতা পাক,
আর্মাড বাহিনীর হাতে অস্ত্রের বদলে ফুল শোভা পাক।
তাই, আমি যুদ্ধ চাই যুদ্ধের বিপরীতে।