মমমতাময়ী এই বাংলার সাহসী খোকা এক
যার হাত ধরে স্বাধীন সূর্য উঠেছে ওই দেখ।
রক্তিম আলোয় সজীব প্রভাত সবুজ দিগন্ত রক্তে লাল।
মহান তুমি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।


মোদের পতাকা, মোদেরর দেশ, মোদের মাতৃভূমি
মোদের ভাষার জন্য ত্যাগ স্বীকার করিলে তুমি।
প্রাণের নেতা প্রাণ দিয়ে তুমি বেসেছো বাঙালিরে ভালো।
সার্থক মায়ের সার্থক ছেলে আধার করেছো আলো।
বাংলার রাজা প্রাণের নেতা শ্রেষ্ঠ বঙ্গ সন্তান।
মহান তুমি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।


শত  মা, বোন, বীরঙ্গনার হারানো ব্যথায় সিক্ত,
এই বাংলাকে  আপন হাতে করেছো শত্রু মুক্ত।
সহস্র স্বপ্নের কান্ডারী হয়ে, জুলুম সয়েছো ভয় পাওনিকো শূলে,
ধংসস্তুপকে করেছো বাগিচা সাজিয়ে ফুলে ফুলে।
শোধ হবে নাকো তোমার ঋণ কভু হে শ্রেষ্ঠ বঙ্গ সন্তান।
মহান তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।