ভালোবাসার সমস্ত শরীর জুড়ে-
সন্দেহ দাঁড়িয়ে উলঙ্গ দেহে !
ক্রুদ্ধ সময়ের ঘারে চড়ে হাওয়ায় বিবস্ত্র বিভ্রম !
ভালোবাসা মাথা নত করে মাটির পরে।
কেঁদে উঠে সব প্রতিজ্ঞা মনের কুরুক্ষেত্রে।
একবার তুমুল ভালোবাসা জাগিয়েছিলে মনে।
ভালবেসেছিলাম পরম বিশ্বাসে।
একবার রহস্য জাগিয়েছিলে মনে।
স্তব্ধ পণ কেঁপেছে মুমূর্ষের বুকের ডিবডিব শব্দে।
সেই তুমি, সেই আমি -
দগ্ধা নগরীর প্রাচীন সাক্ষী দাঁড়িয়ে দু'জনে দু'প্রান্তে !
মাঝখানে লক্ষ বছরের পোড়া ইতিহাস!
তোমার দানে ঋদ্ধ আমি - প্রণয়ে, বিগ্রহে!
মুঠোভর্তি জহর আমার প্রেমের শ্মশানে!
তোমার চোখে আমার বিম্ব, স্বয়ং তর্পণে!
তোমার চেতনার রঙ ভাসে আজ আমার দর্পণে!