তারপর!
আলিঙ্গনে ভিজে গেছে আমাদের অষ্টপ্রহর।
নিস্তব্ধতা কেটে গেছে হৈমন্তী হাওয়ায়।
বিষন্ন মনে অবসাদ ঘুচে গেছে
শ্বেত পাখিদের কোলাহলে।
কষ্টের জল ফুড়িয়েছে দু'চোখে
আনন্দের ঝর্ণাধারায়।
অপেক্ষার তিক্ততা হাওয়ায় মিলেছে
প্রতিক্ষার মধুর শিহরণে।
অবিশ্রাম প্রতিক্ষা এক হিরন্ময় স্বপ্ন পূরনের!
দু'টি হাতে হাত রেখে চলে গেছি আমরা বহুদূর -
যেন বহুকাল হাঁটা হয়নি এই মসৃণ পথ ধরে!
শতাব্দীর অন্ধকার পেড়িয়ে
হৃদয়ে স্বপ্নবীজ বুনে বুনে এগিয়েছি সামনে।
ঝিরিঝিরি বাতাসে বৃষ্টিকণারা চুমু দেয় গালে।
লাজুক মুখের হাসির রেখা
অজান্তেই দু'পায়ে শেকল পড়ায় অকস্মাৎ।
মুগ্ধতায় থেমে যায় পথ চলা ক্ষণিকের তরে।
কোথায় যাবো আর সমুখ পানে?
কোথায় আছে এমন আনন্দধারা ভূবনে?
কিসের নেশায় নিশান হাতে ছুটছি বেঁকেচুরে?
আমার এক জনম ফুড়াক না এভাবেই-
তোমার অমৃত হাসির সরোবরে অবগাহনে।
আমার দিন ফুড়াক তোমার দু'চোখে ডুব সাঁতারে!
আমার সন্ধ্যা ফুড়াক তোমার দীঘল কেশে মুখ গুঁজে।
আমার রাত্রি ফুড়াক তোমার জোছনায় ভিজে ভিজে।
তোমায় নিয়ে এই জন্মের হর্ষ ছুঁয়ে যাক-
তোমার আমার জন্মান্তরের প্রেম।