সূর্যের মৃত্যু মোহনায়
উর্বশী রাতের প্রসব বেদনা ফুঁড়ে
কেমন করে ভোর আসে আলোকের পথে?
উদয়ের হাসির আড়ালে কেমন শোনায়
অদূর অতীতের আর্তি?
নতুন প্রভাতের মুখোমুখি হয়ে
তারই হিসেব মিলাই নিঃসঙ্গতায় -
নিঃসীম আকাশের নীচে দাঁড়িয়ে।
কি হতো যদি আঙুলের বিনুনিতে
সূর্য মিলিয়ে যেতো গত সন্ধ্যায়?
যদি বিকেল গড়িয়ে যেতো দু'জন মিলে
সমুদ্রের সাথে কথা বলে নিশ্চুপ?
যদি ঢেউ এর সাথে তাল মিলাই
দিনের প্রথম জোয়ারের লগ্নে?
কি হবে কার, যদি স্বপ্ন পুরে আজ
মধ্যরাতের শিশিরের শব্দে
মুখোমুখি বসে নিশ্চুপ আলাপনে?
কি হতো যদি ছন্দোবদ্ধ গীত সুরে জাগে
এই যে প্রভাত - যুগল প্রেমের স্রোতে?
লক্ষ প্রেমের মাঝে আমাদের প্রেম হোক
ভোরের শুকতারা।
থেমে যাক বিরহবিধুর বেতাল সুর।
জাগুক হৃদয় মধুর গানে, চঞ্চল চিত্তে
কাটুক জরা হাসির ঝলকে, যুগল প্রাণের নৃত্যে।