আধো আলো, আধো ছায়ায়
স্থির বর্তমান
গুঞ্জনে মুখর চার পাশ,
তবু সমুখে তুমি,
মূর্তমান আলোর শিখা।
জগৎ সংসার হতে পালিয়ে বাঁচি যেনো।
মাথার উপর থালার মতন চাঁদ
আলো চাঁদ দেখে
আমি আলো দেখি।
আমার সব মূঢ়তা ভেংগে
দিয়ে চিৎকার করে বলে ফেলে যেনো,
যেনো বলে ফেলতে চায় আমার পুরো সত্বা
,
আমি ও চোখে ডুবে গেছি
আমি ও চোখে ডুবে গেছি
প্রিয়তমা।।
আমি ও চোখে পুড়ে গেছি
আমি ও চোখে পুড়ে গেছি
হে সুন্দর।
আমায় কৃপা কর।
ক্ষনিক আগে ডুবে যাওয়া রক্তলাল সূর্যের দোহায়
কৃপা কর।



ফুট নোটঃ এই সস্তা কবিতাটা আমার জীবনের শ্রেষ্ট সম্পদ।
কারন
এটা শুধু কবিতাই নয়। এটা একটা প্রহরের স্বাক্ষি।
এটা একটা গোধুলির সাক্ষি।
যে সন্ধ্যায় এক অকবি পুড়ে গিয়েছিলো অতঃপর ডুবে গিয়েছিলো।