দেরশো বছর ধরে চলতে থাকা শ্রাবনের
একটা রাতেও আমি ঘুমাই নি
বহু জন্ম ধরে আঁধারে বসে
ঝুম বৃষ্টির রাতে
প্রতিটি বৃষ্টি কনার কাছে গিয়ে শুধিয়ে এসেছি
"আলো কোথায় বলতে পারো"।
তাদের উত্তর দেবার সময় ছিলো না
উত্তাল নৃত্যে তাল মেলাতে তাদের যত তাড়া
আমি একটা প্রহরেও তাদের নৃত্য দেখতে পারি নি
পারিনি তাদের সাথে মিশে যেতে।
প্রতিটি শ্রাবনের রাত আমার একই কেটেছে
ঊর্ধ্ব পানে চেয়ে কেবল ভোর হবে
সে অপেক্ষায়
কেবল আলো দেখবো সেই প্রতিক্ষায়....