শূণ্য ঘর আমার নেইতো শূণ্যতা সেথা
শূণ্য ঘরে আমার,দুঃখের নেই কোন শূণ্যতা


সন্ধ্যা হলেই বুকের ক্ষ্ত অগ্নি জ্বেলে রয়
চোখের নিচে পাহাড় সমান কান্না জমা হয়।


রাত্রী হলে প্রদীপ জ্বেলে
দুঃখ গুলি দুয়ার খুলে
অপেক্ষায় রয় কখন এসে
বুকে আমার বিঁধবে হেসে
একাকিত্তকে পাশে রেখে
কষ্ট গুলি বুকে এসে
সঙ্গী করে জড়িয়ে ধরে।


কত কষ্ট সইতে পারে
বুকের ভিতর শুধুই জানে,
কষ্ট গুলি জড়িয়ে ধরে
চোখের জল লুকিয়ে রেখে
নিরব কান্নায় মেতে উঠে
বুকের পাঁজর ভেঙে ভেঙে
বাসর সাজায় আগুন জ্বেলে
সুখগুলি পুড়িয়ে দিতে
মৃত্যুটা কাছে পেতে
বুকের খাঁচা শূণ্য করে
পৃথিবীকে বিদায় দিতে।


তারায় তারায় দুঃখ জ্বেলে
রব একদিন অনেক দূরে
আসবনা আর ফিরে।
       হবে একদিন, ধীরে ধীরে,
আসবনা আর ফিরে।