চারদিক শুধু ধোয়াশার রেশ
       বিষাদময় পৃথিবী
বিষাদের কুয়াশায় আছে বেশ।


মিছে হাসি, মিছে কান্না
মিছে আশা, মিছে বাসা
চারদিক শুধু বিষাদমাখা।


কেউ মুছে হাসির মাঝে হতাশা
   কেউ খুঁজে চোখের জলে
        মিছে কিছু আসা।


চারদিক শুধু মিছে অভিনয়
আলখোল্লা পরিহিত দাপট ধারী
  এরাই কি শুধু মানুষ হয়?


পৃথিবী বড়ই বিষাদময়,
চাঁদের আলোয় অন্ধকার মাখা
সূর্যের আলোয় তারারা দেয় ঢাকা
বৃষ্টির জলে আছে শীতলতা মাখা।


হৃদয়ের হাহাকারিত শব্দ উত্তপ্ত অগ্নি কনা
    রাতের নিরব চোখের জলে
হৃদয়ে পায়না শীতলতার রেখা।


অশ্রুশিক্ত নয়নে
কালো বৃত্তের কলম খানি তুলে নিলাম,
   ডায়রির অংকিত ফুলকে
রাঙিয়ে দিলাম রক্ত জবার রঙে।


আঘাত করো বুকে
কষ্টের তীর খানি ছেড়ে দাও
বাড়িয়ে দিয়েছি বুকের ভাঙা পাঁজর।


এ জীবন করেছি সকলের কল্যাণে দান
      দুঃখ কষ্ট আছে যত,
    পরিচিত আর অপরিচিত
কেউ থাকবেনা বাকি,


যত পারো আঘাতের পর আঘাত করো
   শেষ না হয় যতক্ষণ এ প্রাণ
বেঁচে থাকা করেছি সকলের তরে দান।


আজ নয় কাল যেতে হবে ছাড়ি
এই পৃথিবীর রঙিণ সব,
            ছেড়ে দিব পাড়ি।


যদি কোন বন্ধন থাকে ঘিরে
   হাত বাড়িয়ে দিও,
মৃত্যুর আলিঙন ছেড়ে
       আসব আবার ফিরে।