তোমায় নিয়ে লিখিনি কবিতা,বহুদিন হল
তুমি আমার মনের প্রদিপ
দিন-রাত্রি জেলেছ আলো।


তুমি আমার কবিতার ছন্দ
তুমি আমার গানের সুর,
তুমি আমার রোদেলা ক্লান্ত দুপুরে
ছায়া হয়ে আছ ছায়ার নীড়।


তুমি আমার অন্ধকার রাতের
একা পথের সংগিনী,
তুমি আমার মন খারাপের
   ভালোলাগা।


তুমি আমার জীবনকে করেছ ধন্য
তোমার মায়ার, মায়া জালে বন্দী রেখে,
তোমার পরশ পাই কুয়াশা ঘেরা অন্ধকার রাত্রির পরে সবুজ ঘাসের স্নিগ্ধ ছোয়ায়।


তোমার খুঁজে পাই আকাশে ঢেকে থাকা
কালো মেঘের লুকোচুরিতে
তোমায় অনুভব করি তোমারি লিখা
প্রতিটা মুক্তোমাখা অক্ষরে।


তুমি-তুমিই আমার প্রথম পাওয়া,
তুমি-তুমিই আমার শেষ চাওয়া।


তোমায় খুজে,পাই রাত যখন নিয়ে যায় স্বপ্ন লোকের স্বপ্নিল জগৎতে,
বাস্তবতায় যখনি কোথাও যাই
নিয়ে যাই কল্পনায় তোমায় সাথে।


অনুভবে রাখি দিন-রাত্রী যাপনে,
তুমি-তুমি আমার কল্পনার জগৎ জুড়ে।
তুমি-তুমি আমার বসন্তের এলোমেলো
               বাতাসের সুরে।


তোমায় নিয়ে যত ভাবনা আমায় ঘিরে
    নিয়েছে কাছে কি দূর...।


তোমার হাসিতে কেটে যায় অমাবস্যা রাতের
অন্ধকার রাশি রাশি,
তোমায় নিয়ে গল্প কবিতার
  ভাষারা করে যত ভিড়,


কি করে লিখব বল, তুমি যে আমার,
তুমি যে আমার একমাত্র নীড়।
বহুদিন পরে,বহুদিন ধরে
ভাবিনিকো কবিতা লিখবো
যত ভাবনা তোমায় ঘিরে।


বহুদিন পরে, বহুদিন পরে,
তোমায় নিয়ে লিখব কবিতা
লিখব যত ছন্দ মিলিতা
বহুদিন ধরে,বহুদিন পরে।