হে তুমি, হে আপনি,হে তুই
               ওগো বন্ধু?
তোরে আমি ভুলি কি করে
   ভোলার পথ যে শুধু তুই।


হে আপনি, হে আমার বন্ধু
   আপনারে ছাড়া চাইনা কোন বন্ধু,
হে আপনি,আপনায় ছাড়া হাজার বন্ধু মহল
       শুধুই শুণ্যতায় হাহাকার।


হে বন্ধু, তোর শুণ্যতা এতই বিষাদ!
      ওগো তুই, আমার লিখার অনুপ্রেরনা
তোকে ছাড়া সব যেন আধারে ঢাকা,
   তুই ছাড়া সব যেন আধার কালো মাখা।



হে তুমি,তোমার অসুস্থতায় এত কেন ভয়
        শুধু তোমার আর,তার
হে তুমি,আমার সাথে রেগে শুধু....
হে তুমি,আমি জালাবো তোমায়
                          খুব বেশি খুব।



হে তুমি,তোমায় মনে পড়েনা আমার
  কারন তোমায় ভুলতে পারিনা আমি,
হে তুমি,তোমার ঐ নামে ডাকতে ইচ্ছে করে
        শুধু দূর থেকে বহুদূর।



হে তুমি,
      হে আপনি,
             হে তুই,
আমার ভাল থাকার একটাই কারন যা শুধুই.. তুমি, আপনি, তুই।