ওগো প্রিয়,


কেমন আছ...?
জানি,ভাল থাকার অভিনয়ে ভাল আছ...
আমি অভিনয়েও হেরেগেছি।ভাল নেই আমি।
আমার বুকের পাজরের একএকটি হাড় দিশলাইয়ের কাঠি,প্রতিনিয়ত আমায় জালিয়ে পুড়িয়ে আরো কঠোর করে দিছে।


তুমি হয়তো এতক্ষনে নিজেকে ব্যস্ত রাখতেই ব্যস্ত...হয়তো...
আর আমিও খুব ব্যস্ত,চোখের জল মুছতে...
হয়তো স্বপ্নও দেখছি,এই পৃথিবী থেকে চিরবিদায়ের...


জান, তখন রাত ২ঃ ১৯ মিনিট,
হঠাত কোন একটা পাখি অজানা সুরে ডেকে উঠল... আমার ভিষণ ভয় হল,
তুমি না ঘুমিয়ে আমায় ভাবছিলে...?
চাঁদটা কেমন ঘোলাটে আলো দিচ্ছিল...
তুমিকি গত রাতে চাঁদ দেখনি...?


এই,
তুমি এখন কি করছ...?
তোমায় বিরক্ত করবোনাতো, জান...


তোমার যতটা বিশ্বাস আমার উপর,
কখনো কি তা হারিয়ে ফেলবে...?
হারানোর কোন প্রয়োজন নেই,জান...
তোমার কিছু স্মৃতিই তো আছে...
তুমি আমায় বলো,নির্ভয়ে...
আমি আমার চোখ দুটি কাউকে দান করে দিব,আর তখন তোমার সব স্মৃতি মুছে দিব।
তবুও বিশ্বাস রেখ।
আমিতো আমার প্রানের বিনিময়েও তোমার শান্তি চাই,তোমার ভাল চাই।
আমার প্রাণটার বা কি মূল্য...?
আমার জীবনের বিনিময়ে তোমার বিশ্বাস রাখব...


জানো,আমি তোমার এই লিখাটায় একটুও অবাক হইনি


("koTha kon na ken..hom...")


আমি জানি তুমি কতটা কষ্ট নিয়ে তা লিখেছ।তোমায় ধীরে ধীরে আর এমন কষ্ট করে লিখতে হবে না জান...
ধীরে ধীরে আমি হারিয়ে যেতে থাকব।
তোমায় সকল ভাল লাগা ঘিরে থাকবে...
শুধু এই আমিটা আর থাকব না...


জান,
বুকের ভিতরটা আমি মানিয়ে নিতে পারছি না,চোখের জলে কখনো অচেতন মনে তোমায় ডাকি,নিদারুন করুন সুরে...
তুমিকি শুনতে পাও সেই সুর...?


ইতি তোমারি...