কেউ ডাকেনি,
তবুও চলে এলাম।
বলতে এলাম,
তোমায় ভালবাসি।


যেখানে নেই চাওয়া-পাওয়া,
দূর থেকে শুধু এক পলক দেখা।
বলতে এলাম,শুধুই বলতে
দূর থেকে এমন ভাবেই চলতে।


আমার কেউ নেই,
তোমার আমি আছি।
রাত জেগে তোমায় ভাবি,
আমি একাকি,শুধু আমি।


সময়ের কাটাটা চলছে বিরতিহীন ভাবে,
তখনো কেউ তোমায় ভালবেসে রাত জাগে।
একাকি রাস্তায় হেটে তোমায় অনুভবে ছুয়ে দেখে,
অনূভুতিরা নিঃশব্দে নির্বাক কান্না খোজে।


চুপকথা,রুপকথা আর মিথ্যা আশায় বুক বাধে,
তবুও তোমায় ভালবাসে,শুধু তোমায় ভালবাসে।
হৃদয়ে শিকড়ে বেধে রেখে,জমাট রক্ত শ্রোতে,
অশ্রুহিন চোখে ঝাপসা অন্ধকারে পেয়েছি দেখা
রাত জেগে দীপজ্বেলে বেদনারা একাকি
এঁকেছে তাদেরি বেদনা রেখা।



তোমায় ভালবাসি বলতে এলাম একাকি,
অন্ধকারে দীপজ্বেলে হারিয়েছি স্বপ্ন দেখা।
তবুও তোমায় ভালবাসি,
               অজানায় শুধুই ভালবাসি।