কেউ না জানুক,তুমিতো জানো
আমি তোমাতে একান্ত বাধ্য,


দুঃখ,কষ্ট যত আর্তনাদ
সব কিছু বুক চেপে দিয়েছি নিঃস্বার্থ.........


কেউ না জানুক,তুমিতো জানো


রাখিনি ব্যথা,ফেলিনা কথা শুধু তোমার তরে
তুমিতো জানো এই আমিতে।


কেউ না জানুক,তুমিতো জানো


হয়তো আমার তিরোধান তোমার কাছে নিছক কিছু,
জেনে নাও তুমি আজও এই আমিতে মিথ্যা নেই কিছু।


কেউ না জানুক,তুমিতো জানো
এই কথাটা যদি না ও মান,তবুও বলব আমি তুমিতো জানো।
সেই জানা হয়তো একটু সময় পরে,তবুও জানবে তুমি দিগন্ত বিস্তৃত মাঠের মত,
জানবে তুমি খোলা আকাশের এক ফোটা বৃষ্টির মত।