ওহে বিধাতা,তোমার দ্বারে হস্ত দুটি
        দিলাম বাড়িয়ে
ফিরিয়ে দিওনা এই অধমের হস্ত
          যা আছে তার মনে।


আর একটি দিন কাটাতে চাই তোমার
       করুণা ভরা এই পৃথিবীতে,
শুধু আমায় ফিরিতে দাও সেই আগের
      এক মুহূর্ত সময়ের তরে।


বিধাতা তুমি ছাড়া কেউ জানেনা
   কেউ দেখেনা দু-চোখের পরে
কত কথা শুধু হাহাকার করে অশ্রু হয়ে ঝরে,
বিধাতা তাকাও ফিরে,এই অধমের তরে।


কেউ কথা দিয়েছিল...


অপেক্ষাটাই আমাদের আশা ভরসা
অপেক্ষাটাই আমাদের সব,
শুধু সেই দিনের অপেক্ষায় আছি


ওগো বিধাতা,
আমায় তুমি কেমন দিনের দেখা মিলাবে?
তোমার কাছে আজ রাখি সবি।
শুধু চোখের জলের সাক্ষী থেকে তুমি
বুকের পাজরের ভাঙা আর্তনাদের নিরবতার
সাক্ষী তুমি।


অপেক্ষা............