''মা''
ওগো মা...
কেন তুমি অশ্রুজলে ভাস...?
কেন বার বার আচলে মুখটি তোমার মুছ...?


কেন তুমি আমার পিছু পিছু থাক?
কেন বার বার আচলে মুখটি তোমার ঢাক?


আমি বিরহ বেদনায় ব্যথাতুর মনে
ঘুরিয়া বেড়াই কোথায় কোন খানে...
নিজেরই নেই জানা,
তোমার অশ্রু ভেজা মুখ যে আমার সয়না।


''মা''
ওগো মা,
আমায় কি দূরে রাখতে পারবে না?
তোমার ছেলে হারিয়ে গেছে কবে,তার নেই জানা...
মৃত ছেলের জন্য কেন এমন করে আশায়
               বুক বাধ...?
''মা''
কেন এমন ভাবে ঘুরিয়া বেড়াও
   আমার পিছু টানে?
কেন এমন নিজেকে কষ্ট দিচ্ছ
  মৃত ছেলের মায়াজালে...?


''মা''
ওগো মা,
আমায় ক্ষমা করো আপন মনে...
যদি যাই হারিয়ে চিরতরে...


''মা''
ওগো মা।