শুধু সেই জানে,শুধু সেই জানে...
যে ভাসিয়েছে চোখের জলে সুখ,
যার জলেছে ব্যথার অনলে বুক,
শুধু সেই জানে,এ ব্যথার মানে।


শুধু সেই জানে,
         নির্ঘুম রাত্রির মানে,
যে কাটিয়েছ অধীর অপেক্ষায়...
ফেলে দুটি চোখের জল,
যে অতিক্রম করেছে রক্তাক্ত হৃদয়ে
নিরব নির্ঘুম রাত,শুধু সেই জানে।


যে চাঁদকে দেখেছে ঝাপসা চোখে,
যে জোনাকি ভেবে জড়িয়েছে অগ্নিকুন্ড...
যে রাত জেগে করেছে মৃত্যুর অপেক্ষা,
যে রাত জেগে লিখেছে কবিতা,
শুধু সেই জানে,শুধু সেই জানে।


যে দিনের আলোতে আড়ালে রাখে নিজেকে,
যে চোখের জলে চেপে রাখে একবুক কষ্টকে...
যে মৃত্যুকে খুঁজেছে তার পিছু হেটে...
যে রক্তাক্ষরে লিখেছে তার প্রিয় নাম,
শুধু সেই জানে,এ ব্যথার কি মানে।


শুধু সেই জানে,শুধু সেই জানে
নির্ঘুম রাত,অশ্রু,রক্তাক্ষরে তার নাম...
শুধু সেই জানে,শুধু সেই জানে।