পৃথিবীর বুকে বিচরণ করা প্রত্যেকটি প্রাণীর
দুঃখ,কষ্ট, আবেগ ও অনুভুতি আছে...
প্রকাশ করাটাই ভিন্ন
বুঝতে চেয়েছেন কখনো নিরবতার ভাষা...?
মেপে দেখেছেন কখনো এক একটা
নিঃশ্বাসের ওজন কত...?
দেখেন নি।
এই পৃথিবীতে মাপার মত কোন দাড়ি -পাল্লা নেই যা একটা নিঃশ্বাসের ওজন বহন করবে..

যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন
আবেগ, অনুভূতিরাও তখন নিরবে ঘুমিয়ে।

গভীর রাত জাগা প্রাণীর চোখের কোন ধরে
যে স্রোতধারা বয়ে চলেছে অবিরত
তার একটা নিরবতার ভাষা  বুজেছেন কখনো..?
সাদা,কালো, উঁচু, নীচু, ধর্ম বর্ণ
যাই বলেন অনুভূতি দিয়ে কখনো
একটা নিশ্বাস,আর নিরবতা খুঁজে দেখেন।

যদি মনোযোগ দিয়ে শোন,
তবে নিরবতার ভাষায় খুঁজে নিও।

হিসেব করে দেখিনি কখনো
কে দিয়েছে কি...
শুধু ক্ষমা করে দিয়েছি
যা দিয়েছে যে...

এখনতো শুধু আমার ক্ষমা
চাওয়ার পালা...

পৃথিবীর বুকে হত্যার বিচার জেল, ফাস হয়
আর হৃদয় হত্যার বিচার কোথায় কি হয় কেউ জানেন...?

অজানা...

❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇