যে ঘরে দুঃখের যাতায়াত অতিমাত্রায় বেড়ে হয়ে গেছে পরিজন।
যে ঘরে হতাশার দীর্ঘশ্বাস আর দুঃখের আবির্ভাবে সুখ হয়েছে অভাজন।


যে গৃহবাসীরা সারাবছর দুঃখ দুর্দশার সহিত যুদ্ধে থাকে লিপ্ত।
যে গৃহবাসীরা,ঝড়ঝাঁপটা পরেও হয়না জীবনের প্রতি ক্ষিপ্ত।
আমি এমন একটা ঘর চেয়েছিলাম,


আমি এমন একটা সংসার চাই,
যে সংসারে তীব্র অভাবে স্বভাব থাকে, অপরিবর্তনশীল।
যে সংসারে চরম দুর্যোগ,থাকে সামাজিক  অতিশয় সুশীল।
যে সংসারে আচমকা বিপর্যয়,এসে সব করে দিয়েছে লন্ডভন্ড।
যে সংসারের পরিজনা চরম বিপদেও পরস্পর  হয়না দ্বিখন্ড ।


আমি এমন একটা পরিবার চাই।
যেথায় অভাব,অনটনে,খাদ্যে সংকটে পরিজনরা হয়না বিচলিত।
যে পরিবারে পরিজনরা,সবকিছুর পরেও থাকতো ধর্মবুদ্বিচালিত।
যে পরিবারে সুখ,দুঃখ কখনোই ব্যাক্তিগত হতে পারেনা।
যে পরিবার সুখের জন্য,সুখের জন্য বেচে নিয়েছে ইবাদতখানা।
আমি এমন একটা পরিবার চেয়েছিলাম।


#মূর্খ_মানব